নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। পাশাপাশি মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অধিনায়ক কর্ণেল সাজ্জাদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
শনিবার সোনারগাঁয়ের পেরাব এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুদ (২৮) ওরফে শুটার মাসুদকে গ্রেপ্তার করে র্যাব-১১। মো. মাসুদ (২৮) আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।
সূত্র জানায়, গত ২৭ জুলাই সোনারগাঁ থানাধীন নোয়াদ্দা বাবুবাজার এলাকায় রাকিব (২৫) নামে একজন কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রেফতারকৃত আসামি মো. মাসুদ ব্যবসায়ী রাকিবকে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে নিজের কোমর থেকে পিস্তল বের করে পরপর দুটি গুলি করে ঘটনাস্থল থেকে অস্ত্র উঠিয়ে বীরদর্পে চলে যায়।
এই শুটার মাসুদ তার বাহিনীর মাধ্যমে সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অস্ত্র শোডাউনের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এছাড়াও মাসুদ বাহিনী সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল।
একই দিনে র্যাব-১১ এর পৃথক আরেকটি দল বিশেষ অভিযানে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তারকে ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌকা ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট বিকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা ও গুয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পের পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে এক অভিযান পরিচালনা করে। অভিযানে সরকারি স্পিডবোটে গজারিয়া থানাধীন শুয়াগাছিয়া ইউনিয়নের অন্তর্গত জামালপুর এলাকার মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পৌঁছানোমাত্র পুলিশ সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে নয়ন-পিয়াস এবং গ্রেফতারকৃত আসামি আক্তারের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন ডাকাত সদস্য ৪-৫টি হাইস্পিড ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং চারদিক হতে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পুলিশের বাধার মুখে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় পুলিশ জানায়, গুয়াগাছিয়া ইউনিয়নে মেঘনা নদী ও শাখা নদীতে বালুমহল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি করে আসছিল নয়ন, পিয়াস ও আক্তার বাহিনী। গত এক বছরে তাদের গোলাগুলিতে স্থানীয় কয়েকজন নিহত হয়। এ ঘটনায় সোমবার পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা জেলার তিতাস থানা থেকে শীর্ষ নৌ-ডাকাত মো. আক্তার সরকারকে (৫০) গ্রেপ্তার করে র্যাব-১১। মো. আক্তার সরকার (৫০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আ. মজিদ সরকারের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল