মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই প্রথম পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ বাংলাদেশ জিতলে হোয়াইটওয়াশ হবে পাকিস্তান।
দুই দলের ক্রিকেটাররা বিশ্রামে কাটিয়েছেন গতকাল। পাকিস্তানের বিপক্ষে যদি আজ সন্ধ্যা ৬টার ম্যাচটি জিতে যান টাইগাররা, তাহলে অধিনায়ক লিটনের নেতৃত্বে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।
তবে শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে, সেটা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। গত ম্যাচে একাদশের বাইরে থাকা তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে এই ম্যাচে, নাঈম শেখের বদলি হিসেবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই