দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নেতা-কর্মীদেরকে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ও সদস্য সচিব সোলাইমান হকের উপস্থিতিতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—নাজিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য মো. রিপন মিয়া এবং ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া, ভবানীপুর গ্রামের খোকন মিয়া ও বিপুল মিয়া নামের দুই ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে তারা বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তি সংগঠনের কোনো পর্যায়ের সদস্য বা কর্মী নন।
তাদের কর্মকাণ্ডের দায়ভার বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠন বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ