আশুলিয়া থানার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা ও যুবক ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
আজ সকালে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। এরপর হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূইয়া ও হত্যাচেষ্টা মামলায় এসআই মদন চন্দ্র সাহা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আশুলিয়া থানাধীন এলাকায় গত বছরের ৫ আগস্ট কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৬ জুন নিহতের স্ত্রী সাজেদা পারভীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।
অন্যদিকে, একই এলাকায় আন্দোলনে অংশ নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীকালে তিনি সিএইচএম-এ চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ