উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণিতে পড়ে আলভিনা। বিমান দুর্ঘটনার আগুনে ঝলসে গেছে তার মুখ, হাত। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পঞ্চম তলার পোস্ট অপারেটিভ রুমে চিকিৎসাধীন আলভিনা। তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সায়েম খান। তিনি বলেন, ‘আলভিনাকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাই সে আমাকে বলছিল, ‘ভাইয়া আমার মুখ কি একদম পুড়ে গেছে।’ ওর এই কথাটা ভুলতে পারছি না। পরিবারের মানুষ যেন চিনতে পারে এ জন্য হাসপাতালে আমি ওর আইডি কার্ড সঙ্গে রেখেছিলাম।’ বিমান দুর্ঘটনায় আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৪৪ জন। তাদের সবার শরীরেই পোড়ার ক্ষত। কারও কম, কারও বেশি। এই রোগীদের সুস্থ করে আগের অবস্থায় নিয়ে আসতে আশা জাগাচ্ছে স্কিন বা চামড়া প্রতিস্থাপন। এর মাধ্যমে দাতাদের শরীর থেকে ত্বক সংগ্রহ করে দগ্ধ রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হয়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এই রোগীদের জন্য স্কিনদানের আহ্বান জানালে তাতে এই তিন দিনেই প্রায় ৪০০ জন এগিয়ে এসেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মাহবুব হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের স্কিন ব্যাংকের সংগ্রহে বর্তমানে ৯ হাজার স্কয়ার মিটার স্কিন রয়েছে। একজন ৬০ শতাংশ রোগীর স্কিন প্রতিস্থাপনে প্রায় ৩-৪ হাজার স্কয়ার মিটার স্কিন লাগে। তাহলে উত্তরার উড়োজাহাজ দুর্ঘটনায় ভর্তি ৪৪ জন রোগীর ত্বক প্রতিস্থাপন করতে অনেক বেশি স্কিনের প্রয়োজন। তাই চিকিৎসায় সহায়তার জন্য আমরা স্কিন দানের আহ্বান জানিয়েছি। এই তিন দিনেই ৪০০ জন আগ্রহ জানিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু স্কিন নেওয়ার ক্ষেত্রে চর্মরোগ, বয়স, শারীরিক জটিলতাসহ বেশ কিছু বিষয় পরীক্ষা করে দেখতে হয়। বাছাই প্রক্রিয়ায় ৪০০ জনের মধ্যে মাত্র ১৬ জনকে আমরা স্কিনদানে সক্ষম বলে বাছাই করেছি। তিনি আরও বলেন, স্কিনদানের ক্ষেত্রে পুরুষের বয়স ৫০-এর মধ্যে এবং নারীর বয়স ৪৫-এর মধ্যে হতে হয়। এনেসথেসিয়া দিয়ে দাতার পায়ের উড়ুর অংশ থেকে ত্বক সংগ্রহ করা হয়। ১৪ দিনের মধ্যে এখানে চামড়া তৈরি হয়ে যায়। চামড়ার রঙে কিছুটা পার্থক্য ছাড়া বড় কোনো ক্ষত থাকে না। জীবিত ব্যক্তির স্কিনদানের পাশাপাশি কেউ মরণোত্তর স্কিন দানও করতে পারবেন। এ জন্য একটা ফরম পূরণ করলেই হবে। এই শিশুদের চিকিৎসায় পাশে দাঁড়াতে গতকাল অনেক বয়স্ক মানুষও এসেছিলেন।’ এ বছরের জানুয়ারিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয়েছে দেশের প্রথম ‘স্কিন ব্যাংক’। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘গুরুতর দগ্ধ হলে শরীর থেকে পানি, লবণ, প্রোটিন ও তাপ দ্রুত বেরিয়ে যায়। যদি পোড়ার পরিমাণ বেশি হয় এবং রোগীর শরীর থেকে চামড়া নেওয়া সম্ভব না হয়, তখন স্কিন ব্যাংক থেকে সংরক্ষিত চামড়া প্রতিস্থাপন করা হয়। এতে রোগীর মৃত্যুঝুঁকি কমে এবং দ্রুত নতুন চামড়া তৈরি হতে সহায়তা করে।’ বিশ্বের বিভিন্ন দেশে স্কিন ব্যাংক একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে এটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৬ জুলাই)
- বদলে যাচ্ছে কারাগার
- বাংলাদেশের কাছে হেরে পাকিস্তান দলে ফিরলেন বাবর-রিজওয়ান
- ফের আন্দোলনে নামছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা
- একদিনে তিন গ্রেটকে ছাড়িয়ে রুট, সামনে শুধু টেন্ডুলকার
- বন্দরের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটর দরকার: নৌ পরিবহন উপদেষ্টা
- মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
- সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে : নুর
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জয়দেবপুর রেলস্টেশনে খাবার বিতরণ
- চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু
- রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
- সুনামগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ
- ‘চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির রাজনৈতিক আদর্শ নয়’
- রসিককে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ
- ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণ, পুলিশের দুঃখ প্রকাশ
- 'প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে'
- কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের
- মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩৩
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন
- সাড়ে চার বছরে মোদির বিদেশ সফরে খরচ ৩৬২ কোটি রুপি