উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণিতে পড়ে আলভিনা। বিমান দুর্ঘটনার আগুনে ঝলসে গেছে তার মুখ, হাত। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পঞ্চম তলার পোস্ট অপারেটিভ রুমে চিকিৎসাধীন আলভিনা। তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সায়েম খান। তিনি বলেন, ‘আলভিনাকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাই সে আমাকে বলছিল, ‘ভাইয়া আমার মুখ কি একদম পুড়ে গেছে।’ ওর এই কথাটা ভুলতে পারছি না। পরিবারের মানুষ যেন চিনতে পারে এ জন্য হাসপাতালে আমি ওর আইডি কার্ড সঙ্গে রেখেছিলাম।’ বিমান দুর্ঘটনায় আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৪৪ জন। তাদের সবার শরীরেই পোড়ার ক্ষত। কারও কম, কারও বেশি। এই রোগীদের সুস্থ করে আগের অবস্থায় নিয়ে আসতে আশা জাগাচ্ছে স্কিন বা চামড়া প্রতিস্থাপন। এর মাধ্যমে দাতাদের শরীর থেকে ত্বক সংগ্রহ করে দগ্ধ রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হয়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এই রোগীদের জন্য স্কিনদানের আহ্বান জানালে তাতে এই তিন দিনেই প্রায় ৪০০ জন এগিয়ে এসেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মাহবুব হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের স্কিন ব্যাংকের সংগ্রহে বর্তমানে ৯ হাজার স্কয়ার মিটার স্কিন রয়েছে। একজন ৬০ শতাংশ রোগীর স্কিন প্রতিস্থাপনে প্রায় ৩-৪ হাজার স্কয়ার মিটার স্কিন লাগে। তাহলে উত্তরার উড়োজাহাজ দুর্ঘটনায় ভর্তি ৪৪ জন রোগীর ত্বক প্রতিস্থাপন করতে অনেক বেশি স্কিনের প্রয়োজন। তাই চিকিৎসায় সহায়তার জন্য আমরা স্কিন দানের আহ্বান জানিয়েছি। এই তিন দিনেই ৪০০ জন আগ্রহ জানিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু স্কিন নেওয়ার ক্ষেত্রে চর্মরোগ, বয়স, শারীরিক জটিলতাসহ বেশ কিছু বিষয় পরীক্ষা করে দেখতে হয়। বাছাই প্রক্রিয়ায় ৪০০ জনের মধ্যে মাত্র ১৬ জনকে আমরা স্কিনদানে সক্ষম বলে বাছাই করেছি। তিনি আরও বলেন, স্কিনদানের ক্ষেত্রে পুরুষের বয়স ৫০-এর মধ্যে এবং নারীর বয়স ৪৫-এর মধ্যে হতে হয়। এনেসথেসিয়া দিয়ে দাতার পায়ের উড়ুর অংশ থেকে ত্বক সংগ্রহ করা হয়। ১৪ দিনের মধ্যে এখানে চামড়া তৈরি হয়ে যায়। চামড়ার রঙে কিছুটা পার্থক্য ছাড়া বড় কোনো ক্ষত থাকে না। জীবিত ব্যক্তির স্কিনদানের পাশাপাশি কেউ মরণোত্তর স্কিন দানও করতে পারবেন। এ জন্য একটা ফরম পূরণ করলেই হবে। এই শিশুদের চিকিৎসায় পাশে দাঁড়াতে গতকাল অনেক বয়স্ক মানুষও এসেছিলেন।’ এ বছরের জানুয়ারিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয়েছে দেশের প্রথম ‘স্কিন ব্যাংক’। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘গুরুতর দগ্ধ হলে শরীর থেকে পানি, লবণ, প্রোটিন ও তাপ দ্রুত বেরিয়ে যায়। যদি পোড়ার পরিমাণ বেশি হয় এবং রোগীর শরীর থেকে চামড়া নেওয়া সম্ভব না হয়, তখন স্কিন ব্যাংক থেকে সংরক্ষিত চামড়া প্রতিস্থাপন করা হয়। এতে রোগীর মৃত্যুঝুঁকি কমে এবং দ্রুত নতুন চামড়া তৈরি হতে সহায়তা করে।’ বিশ্বের বিভিন্ন দেশে স্কিন ব্যাংক একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে এটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে।
শিরোনাম
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি
- জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল ও এজিএস ফেরদৌস
- বিশ্বনাথে সড়কে ঝরল অটোচালকের প্রাণ
- মাদারীপুরে আলোর পাঠশালার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ
- জাবির হল সংসদগুলোতে নির্বাচিত হলেন যারা
- লক্ষ্মীপুরে কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন
- পতিত স্বৈরাচার নিত্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে : প্রিন্স
- ১১ ক্ষেত্রে গবেষণা প্রস্তাব আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের
- বগুড়ায় চার অধিনায়ককে নিয়ে এনসিএল টি-২০ ট্রফি উন্মোচন
- জানমালের নিরাপত্তা ও মব সন্ত্রাস বন্ধের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ
- রংপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ‘ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে উপদেষ্টা পরিষদের কোনো সংশয় নেই’
- ফেনীতে জরাজীর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯
- ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
- গাজীপুরে মামাকে হত্যা করে ট্রেনে পালানোর সময় ভাগ্নে গ্রেপ্তার
- চাকরির জন্য নেওয়া ১০ লাখ টাকা ফেরত চাওয়ায় গলা কেটে হত্যা
- কুতুবদিয়ায় জলবায়ুর ঝুঁকিতে থাকা পরিবারে চারাগাছ বিতরণ
- পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন কিন্তু সেটিই যথেষ্ট নয় : আলী রীয়াজ
- গবাদি পশুর যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য উপদেষ্টার
মাইলস্টোন স্কুলে বিমান ট্র্যাজেডি
শিশুদের প্রাণ বাঁচাতে শরীরের চামড়া দান
জয়শ্রী ভাদুড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম