উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি নিহতদের পরিবারকে সান্ত্বনা দেন। গতকাল দুপুরে তুরাগ এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ পরিবারকে সমবেদনা জানাতে যায় বিএনপির প্রতিনিধিদল। রিজভী বলেন, ‘মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত ও আহত পরিবারের খোঁজ সার্বক্ষণিক রাখছেন।’ তিনি আরও বলেন, ‘সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক আর কিছু হতে পারে না।’ এ সময় শহীদ দুই ভাই-বোনের বাবা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সাক্ষাৎকালে আশরাফুল আলম রিজভীর কাছে তাদের কবরের ওপর দুই বছর পর যাতে অন্য কাউকে দাফন না করা হয়, সে অনুরোধ জানান। রিজভী পরিবারকে সান্ত্বনা দিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, ডা. তাসিন, ডা. মুসাদ্দিক প্রমুখ।
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে বিব্রত : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্বার্থান্বেষী একটি কুচক্রী মহল তাঁর স্বাক্ষর জাল করে সমাজমাধ্যম ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে; যা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ মর্মে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীর জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সমাজমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি বলেন, ‘ওই প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।’ রিজভী আরও বলেন, ‘ফেসবুকে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হলো।’