মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে নিশ্চিত হয়ে গিয়েছিল সিরিজ পরাজয়। পরে শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে তারা।
এর আগে ঘরের মাঠে অবশ্য বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। মাইক হেসন পাকিস্তানের সাদা বলের দলের প্রধান কোচ হওয়ার পর এই দুটি সিরিজই খেলেছে দলটি। দুই সিরিজে দলের পারফরম্যান্সের মূল্যায়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তা দিয়েছেন হেসন। দলের প্লেয়ারদের পাশাপাশি কোচদেরও প্রশংসা করেছেন তিনি। এছাড়া জানিয়েছেন, বাংলাদেশ সিরিজে দলের পারফরম্যান্সে কোথায় উন্নতি দেখেছেন।
এক্সে দেওয়া বার্তায় হেসন লিখেছেন, বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা অবস্থায় আমাদের প্লেয়ারদের মধ্যে গভীরতা ও প্রতিযোগিতা তৈরি করতে হবে। পাশাপাশি এমন একটি ক্রিকেট স্টাইল খেলতে হবে, যা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আরও ধারাবাহিকতা দিতে পারে, বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে।
তিনি বলেন, প্রথম ছয়টি ম্যাচ দুটি ভিন্ন ধরনের পিচে খেলে আমরা মূল্যবান বার্তা পেয়েছি। তরুণদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ শুরুতে ২০০ প্লাস রান করে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তবে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের ভেন্যু মিরপুর আমাদের অভিযোজনক্ষমতা পরীক্ষা করেছে। শুরুতে আমাদের সংগ্রাম করতে হয়েছে, এরপর ঘুরে দাঁড়িয়েছি। অভিজ্ঞতার সঙ্গে শেখার সামর্থ্য দেখিয়েছি।
পাকিস্তানের প্রধান কোচ বলেন, নতুন প্লেয়াররা দায়িত্ব নিয়েছে। প্রতিজ্ঞা দেখিয়েছে এবং কিছু ক্ষেত্রে উন্নতিও করেছে। বোলারদের উন্নতির পেছনে বিশেষজ্ঞ কোচদের বড় ভূমিকা রয়েছে এখানে এবং এনসিএতেও (জাতীয় ক্রিকেট একাডেমি)। শেষ দুটি ম্যাচে ফিল্ডিংয়ে আমরা অনেক উন্নতি করেছি, আমাদের খেলা এখন আন্তর্জাতিক ফিল্ডিং দলের মতো হয়ে উঠছে।
বাংলাদেশ সফর শেষ করেই উইন্ডিজে ছুটতে হচ্ছে পাকিস্তানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডের সিরিজ খেলবে তারা।
বিডি প্রতিদিন/কেএ