বিপত্তি যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার প্লেনের। এবার জয়পুর থেকে মুম্বাই যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান।
খবর অনুসারে, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানটি জয়পুর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড্ডয়নের ১৮ মিনিট পরই ফের বিমানটিকে জয়পুরে আসতে হয়েছে।
আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ফ্লাইটটি মাঝপথে ঘুরে গিয়ে পুনরায় জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। ট্র্যাকিংয়ে দেখা যায়, ফ্লাইটের পাশে লেখা ‘ডাইভার্টেড টু জয়পুর’।
এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট অবতরণের সিদ্ধান্ত নেন।
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইটে এমন ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
গত সোমবার দিল্লি থেকে কলকাতাগামী এআই ২৪০৩ ফ্লাইটের যাত্রা শেষ মুহূর্তে বাতিল করা হয়। পরদিন হংকং থেকে দিল্লিগামী এআই ৩১৫ ফ্লাইট অবতরণের কিছুক্ষণ পর বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (বিমান অবতরণের পর বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত যন্ত্রাংশ) আগুন ধরে যায়। তবে ইউনিটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
বারবার এমন ঘটনায় এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল