বরিশাল মহানগরীর হিমনীড়ের দিঘিতে গত দুই বছর পদ্ম দেখা যায়নি। প্রকৃতিপ্রেমীরা ভেবে বসেছিলেন শতবর্ষী এ দিঘিতে হয়তো আর শ্বেতপদ্মের দেখা মিলবে না। তবে আবারও দিঘিটিতে পদ্ম ফুল ফুটেছে।
জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বরিশালের প্রকৌশলীর কার্যালয়ের সামনের এ দিঘিতে ১৯৬৫ সালে শ্বেতপদ্ম রোপণ করেন বরিশাল মেরিন ওয়ার্কশপের তৎকালীন ব্যবস্থাপক জার্মান নাগরিক ইলিগনর। এর পর থেকে মৌসুমজুড়ে পদ্ম ফুলে ভরে থাকে দিঘিটি। প্রকৃতিপ্রেমীরা ভিড় জমান সৌন্দর্য উপভোগ করতে। ২০২২ সালে পুকুরটি পরিষ্কার করার সময় মূলসহ পদ্ম গাছ তুলে ফেলা হয়। ফলে গত দুই বছর দিঘিটি ফুলশূন্য ছিল।