রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একাধিক স্থানে পাহাড় ধসের ফলে টানা ১০ ঘণ্টা বন্ধ ছিল সাজেকগামী সড়ক যোগাযোগ। গতকাল বিকালে যোগাযোগব্যবস্থা পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে আটকে পড়া শত শত পর্যটকের মাঝে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে লাগাতার ভারী বর্ষণের কারণে সাজেকে সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে। এতে খাগড়াছড়ি-সাজেক সড়কে শতাধিক যানবাহন ও চার শতাধিক পর্যটক দুই পাশে আটকা পড়েন।
গতকাল ভোর থেকে সাজেক ভ্যালির সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগ উদ্ধার অভিযান শুরু করে। তাদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় বিকাল নাগাদ সড়ক থেকে মাটি, পাথর ও গাছপালা অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, গতকাল বিকাল ৪টার দিকে সাজেক সড়ক সচল হয়েছে।