ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের কবরে রাষ্ট্রীয় এই সম্মান জানায় বিমানবাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। এরপর মাসুকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল