কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। সৈকতে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল তানভীর (২৩) নামের এক পর্যটক। হঠাৎ ‘বাঁচাও বাঁচাও’ শব্দ শুনতে পেয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন আলতাফ হোসেন নামের স্থানীয় এক জেলে।
পরে সমুদ্র থেকে অজ্ঞান অবস্থায় তাকে তীরে নিয়ে আসেন তিনি। শুক্রবার দুপুরে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ওই পর্যটককে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পর্যটক তানভীর রাজধানী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। জেলের এমন সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৈকতে অসংখ্য পর্যটক গোসল করছিল। এ সময় সমুদ্রে একজন হাবুডুবু খাচ্ছিল। এমন অবস্থায় দেখে ওই জেলে তৎক্ষণিক সমুদ্রে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সমুদ্র উত্তাল থাকলে গোসলে নামার সময় পর্যটকদের সতর্কতা অবলম্বন করা উচিত।
জেলে আলতাফ হোসেন জানান, ওই পর্যটক ডুবে যাচ্ছিল। সম্ভবত তিনি সাঁতার জানে না। তাকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ তাপস বলেন, জেলেদের কাছে খবর পেয়ে আমরা হাসপাতালে খোঁজ-খবর নিচ্ছি। এখন ওই পর্যটক সুস্থ রয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল