জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম শুরু করেছি তা এখনো শেষ হয়নি। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তা এখনো পাইনি। তাই আমাদের এই লড়াই চলবে। গতকাল হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা চাই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কোনো বিচারবহির্ভূত হত্যাকা এই দেশে সংগঠিত হবে না। একইভাবে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পরিচালনায় সমাবেশে দলটির সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রমুখ।