চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরান হোসেন (২৭) নামে একজন মারা যান। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জন মার গেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার ১৫ মাস বয়সী একটা পুত্র সন্তান আছে। তিনি সীতাকুণ্ডের একটি ইস্পাত কারখানার তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) হিসেবে চাকরি করতেন। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন ভাটিয়ারী রয়েল গেট এলাকায়। তাঁদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার তমুরুদ্দিতে। গত বৃহস্পতিবার বাড়িতে ইমরানের দাফন হয়।
নিহত ইমরানের ভাই আবদুল হাকিম বলেন, চার দিন ধরে তার জ্বর ছিল। গত শুক্রবার তাকে দেখতে যাই ভাটিয়ারীতে। জ্বর এত বেশি যে আমাকে চিনতেই পারছিল না। এরপর ডেঙ্গু ধরা পড়ে। তারপর গত রবিবার তাকে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। সোমবার থেকে আর জ্বর আসেনি। গত মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ইমরানের অবস্থা খারাপ হতে থাকে। পেটের ব্যথা ও খিঁচুনি হতে থাকে তার। এক পর্যায়ে ইশারায় পানি খাওয়াতে বলে। আমি তার মুখে দু চামচ পানি দিই। এর কিছুক্ষণ পর ভাইটি মারা যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়। মারা যাওয়া ছয়জনের মধ্যে চার জনই জুলাই মাসে। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়। চলতি বছর মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৫৯ জন।
বিডি প্রতিদিন/এএম