চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উপজেলার ৩ নম্বর স্বনির্ভর ইউনিয়নের হাজীপাড়া কবরস্থানের পাশে চেঙখালী খাল থেকে আকতার বেগম (৩৮) নামে এক নারীর মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আকতার বেগম ফরিদুল্লাহবাড়ী গ্রামের আবুল হোসেন প্রকাশ বয়ারের মেয়ে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই মৃগীরোগ ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চারদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয় আতাহার আলী খালপাড় দিয়ে যাওয়ার সময় ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিফাতুল মাজদার বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগীরোগে আক্রান্ত হয়ে তিনি খালের পানিতে পড়ে মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন