জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের পরিবর্তে আরও আধুনিক সফটওয়্যার আনার পরিকল্পনা চলছে। চট্টগ্রাম কাস্টম হাউসের বর্তমান ভবন ভেঙ্গে নতুন ভবন করা হবে। চট্টগ্রামে আইসিডি-বেইজড একটি নতুন কাস্টম হাউস গঠন করা হবে।
তিনি শুক্রবার চট্টগ্রাম কাস্টম হাউসে কাস্টম কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের জটিলতার কারণে এর ব্র্যান্ড ভ্যালু কমে গেছে। তাই আমরা নতুন মডার্ন টেকনোলজি ডেভেলপ করবো আগামী দুই বছরের মধ্যে। বিশ্বের বিভিন্ন দেশ যারা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ব্যবহার না করে অন্যান্য যেসব সফটওয়্যার ব্যবহার করে শুল্কায়ন করে, আমরা সেসব দেশের সাথে যোগাযোগ করবো। সবচেয়ে মডার্ন টেকনোলজি এনে আমরা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ নিয়েছি। যাতে কোন অবস্থাতেই সফটওয়্যার স্লো না হয়। কাজের ব্যাঘাত না ঘটে।
এনবিআর চেয়ারম্যান বলেন, চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের নতুন ভবন। এই ভবন নির্মাণের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। ভবন নির্মাণ শুরু হলে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম আগ্রবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হবে। ভবন নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পরিচালনা করা হবে। এছাড়া কাস্টম একাডেমিতে নতুন একটি ভবন নির্মাণ করা হবে। আগ্রাবাদে নির্মাণ করা হবে নতুন কর ভবন। শীঘ্রই এই তিনটি ভবনের কাজ শুরু হবে। বৈঠকে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রধান স্টেক হোল্ডার সিঅ্যান্ডএফ এজেন্টরা বন্দর ও আইসিডি থেকে পণ্য খালাসে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, চট্টগ্রামে আইসিডি-বেইডজ একটি নতুন কাস্টম হাউস গঠন করা হবে। আইসিডি কাস্টম হাউস চট্টগ্রাম নামে নতুন কাস্টম হাউস গঠনের অর্ডার আগামী আগস্টের মধ্যে হয়ে যাবে। অফডককে জনপ্রিয় করতে হবে। চট্টগ্রাম বন্দর চাচ্ছে বন্দর থেকে শতভাগ ডেলিভারি কার্যক্রম আইসিডি থেকে দেওয়ার জন্য।
মতবিনিময় সভায় এনবিআর সদস্য মোয়াজ্জম হোসেন, কাজী মোস্তাফিজুর রহমান, মুবিনুল কবির, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার শফি উদ্দিনসহ কাস্টম কর্মকর্তা সিঅ্যান্ডএফ এজেন্টরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন