খাগড়াছড়ির মহালছড়িতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। মহালছড়ি সেনা জোনের অধীনস্থ একটি মেডিকেল টিম স্থানীয় জনগণের মধ্যে এ সেবা কার্যক্রম পরিচালনা করে। এ সময় ৪২ জন রোগীকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন—চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা ও দাঁতের ব্যথার মতো রোগের চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন মহালছড়ি সেনা জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস। সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও প্রশংসা প্রকাশ পায়। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে মহালছড়ি সেনা জোন।
বিডি প্রতিদিন/আশিক