রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খেলছিল তৃতীয় শ্রেণির ছাত্রী শেখ সায়েবা মেহেজাবিন। মা স্কুল চত্বরে প্রবেশ করলে তাকে দেখেই মেয়ে হাসিমুখে দোলনা ছেড়ে ডাক দিল ‘আম্মু’। ঠিক তখনই যুদ্ধবিমানটি স্কুলে বিধ্বস্ত হলে আগুনে পুড়ে যায় শিশুটির শরীর। গতকাল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পঞ্চম তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডের সামনে মা শারমিন ইয়াসমিন সুরভী ঘটনার বর্ণনা দেন। তার চোখে অশ্রু ও কণ্ঠে অপরাধবোধ। সুরভী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি যদি আর পাঁচ মিনিট আগে স্কুলে যেতাম, তাহলে ও পুড়ত না। ওর শরীরের এক-চতুর্থাংশ এখন পুড়ে গেছে। বারবার জিজ্ঞেস করছে, ‘তুমি কেন দেরি করলে আম্মু?’ ওইদিন দুপুরে ক্লাস শেষ করে সহপাঠীদের সঙ্গে মাঠে খেলছিল আয়েশা। একসময় দোলনায় বসে মায়ের অপেক্ষায় ছিল সে। সেই মুহূর্তেই বিমানটি বিধ্বস্ত হয়। আগুনে ঝলসে যায় তার পিঠের অংশ। পরে প্রত্যক্ষদর্শীদের একজন ও এক শিক্ষক দৌড়ে গিয়ে পানির বোতলে আগুন নেভানোর চেষ্টা করেন। তারা দুজনই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। আগুনে তার শরীরের ২২ শতাংশ পুড়ে যায়। শারমিন বলেন, ‘বিস্ফোরণের পর মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। ছোট ছেলেকে কোলে নিয়ে দৌড়াচ্ছিলাম। মেয়ের স্কুলব্যাগটা পড়ে ছিল, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। ওই ব্যাগটা তুলতেও পারিনি, সবকিছুই ঘোলাটে হয়ে গিয়েছিল তখন।’ পরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। বলা হয়, সায়েবাকে প্রথমে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে স্থানান্তর করা হয় বার্ন ইনস্টিটিউটে। শারমিন বলেন, ‘তখনো আমার বড় ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। সে একই স্কুলে নবম শ্রেণিতে পড়ে। সৌভাগ্যক্রমে পরীক্ষা শেষে বাসায় ফিরে গিয়েছিল।’ সায়েবাদের বাড়ি রাজধানীর তুরাগ থানার খালপাড় এলাকায়। তিন ভাই-বোনের মধ্যে সে মেজো। বর্তমানে সায়েবা বার্ন ইউনিটের ৫২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
শিরোনাম
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান ট্র্যাজেডি
আম্মু তুমি কেন দেরি করলে?
ইমরান চৌধুরী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর