এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা এই প্রথম আয়োজন করছে বাংলাদেশ। দুই দিনব্যাপী সাধারণ সভার গতকাল ছিল প্রধান নির্বাহীদের বৈঠক। বোর্ড সভাপতিরা বৈঠকে বসবেন আজ। সভায় অংশ নিতে সবার আগে ঢাকায় আসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। তিনি এসিসির বর্তমান সভাপতি। ঢাকার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এসিসির সভা। এসিসি কাজ করে পাঁচটি টেস্ট খেলুড়ে ও ২৫টি সহযোগী দেশ নিয়ে। সভার আয়োজক বাংলাদেশ। পাকিস্তান চলে এসেছে। ভারত আসবে না বলে আগেই জানিয়েছে। দেশটি এসিসির সভা বয়কট করেছে। প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এসিসির পাঁচ টেস্ট খেলুড়ে দেশের তিনটিই যদি অনুপস্থিত থাকে, তাহলে সভা বাতিল হওয়া সম্ভাবনা থাকে। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এসিসির সভার ব্যাপারটি পরিষ্কার করি, এশিয়ার ৫টি পূর্ণ ও ২৫টি সহযোগী সদস্য নিয়ে তারা কাজ করে। এসিসি থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল আমরা এই এজিএম আয়োজন করতে চাই কি না। আমরা রাজি হয়েছি। এটি এসিসিরই প্রোগ্রাম। আমরা শুধু তাদের লজিস্টিকাল সাপোর্ট করছি। এটাই একমাত্র ব্যাপার, যা আমরা করছি।’ ভারতের বয়কট এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অনুপস্থিতিতে এসিসির ভবিষ্যৎ শঙ্কায় পড়ে গেছে। সভায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ফেলেছে। রাজনৈতিক গ্যাঁড়াকলে বাংলাদেশ-ভারত ক্রিকেটের ভবিষ্যৎ এখন বলয়বৃত্ত হয়ে যাওয়ার সম্ভাবনায় পড়েছে। এসিসির সভা কোরাম সংকটে পিছিয়ে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু বিসিবি সভাটি আয়োজনে বদ্ধপরিকর। বিসিবির দৃঢ়তায় সভাটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা জানাচ্ছে কে আসছেন, কে আসছেন না, বিমানবন্দর থেকে কখন তাদের পিক করতে হবে, হোটেল বুকিং, অনুষ্ঠানস্থলে আমাদের কী কী সাপোর্ট দিতে হবে, এসব। এর বাইরে আমাদের কোনো কাজ নেই।’ তবে পিসিবি চেষ্টা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের আনার এবং শ্রীলঙ্কার প্রতিনিধিদের অনলাইনে রাখার। পিসিবির সঙ্গে বিসিবির বর্তমান সুসম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হতে পারে। এতে দুই দেশের ক্রিকেটের ওপর প্রভাব পড়বে। আগস্টে ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলার কথা ছিল ভারতের। দেশটির ক্রিকেট বোর্ড এর মধ্যে সফর বাতিল করেছে। তারপরও বিসিবি সভাপতি বুলবুল বলেছেন ক্রিকেটের ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে না, ‘আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ক্রিকেট সবার ওপরে।’
শিরোনাম
- ইসরায়েলি হামলা থেকে যেভাবে প্রাণে বেঁচে যান হামাস নেতারা
- ফের ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধীতায় নেতানিয়াহু
- মূল্যস্ফীতি ‘খাতায়’ কমলেও বাজারে স্বস্তি নেই
- কাতারে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা
- আম্পায়ার সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কাল
- হিজবুল্লাহ-সম্পৃক্ত সেল ধ্বংস করেছে সিরিয়া: মন্ত্রণালয়
- হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
- জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান পোল্যান্ডের
- সাড়ে ৬ ঘণ্টায় ৪ হলের ভোট গণনা
- সাগরে আবার লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি
- স্বর্ণের স্মারক মুদ্রার দাম বেড়ে ১ লাখ ৭০ হাজার টাকা
- ডাকসু : কেন এমন হলো
- উদ্বেগ-উৎকণ্ঠা থেকে বাঁচার আমল
- ৬ লাখ কোটিতে ঠেকতে পারে খেলাপি ঋণ
- স্নাতক ডিগ্রিধারী ২৯% তরুণ বেকার, বেশি ঢাকা বিভাগে
- শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব : জাকসু নির্বাচন কমিশন
- বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- একটি ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়
- স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে মাদক কারবার: গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি?
রাজনৈতিক গ্যাঁড়াকলে এসিসির সভা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর