আন্তর্জাতিক মানবাধিকারভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, ভারত সরকার যথাযথ প্রক্রিয়া ছাড়াই দেশটির শত শত জাতিগত বাঙালি মুসলমানকে অবৈধ অভিবাসী দাবি করে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। যদিও এদের বেশির ভাগই বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর নাগরিক। আটক হওয়া এসব নাগরিক নিজেদের ভারতীয় দাবি করলেও নিরাপত্তা বাহিনীর নির্যাতন ও হুমকির মুখে তারা বাংলাদেশে অনুপ্রবেশে বাধ্য হয়েছেন। গত বুধবার নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জুন মাসে জোরপূর্বক পুশইনের শিকার নয়টি ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের ১৮ জনের সাক্ষাৎকার নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাস থেকে ভারতের হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে পাঠাতে অভিযান জোরদার করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া ছাড়াই শত শত জাতিগত বাঙালি মুসলমানকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।
জোরপূর্বক ঠেলে দেওয়া এসব নাগরিকের বেশির ভাগই নিজেদের ভারতীয় নাগরিক দাবি করলেও বাধ্য হয়েছেন বাংলাদেশে ঢুকতে। ঠেলে দেওয়া এসব নাগরিকের মধ্যে রোহিঙ্গা শরণার্থীও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।