লক্ষ্মীপুরে সিএমএসএমই (কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) বিষয়ে মতবিনিময় সভা ও নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং ব্র্যাক ব্যাংকসহ অন্যান্য তফসিলি ব্যাংকের আয়োজনে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শহরের সোনার বাংলা রেস্তোরাঁয় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ব্যাংক পিএলসি’র ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড মো. মাসুদ আলমের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র হেড অব এসএমই বিজনেস সাপোর্ট মো. মহসিনুর রহমান।
কর্মশালায় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে স্থানীয় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ