বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি কখনও ঝাড়ুয়ার বিল আসিনি এবং চিনি না, অথচ আমাকে মিথ্যা আসামি বানিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির রায় দেয়া হয়েছিল। দীর্ঘ ৮ বছর আমি ফাঁসির কন্ডেম সেলে বন্দী ছিলাম। গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছে। আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন বলেই আজ আপনাদের সামনে কথা বলতে পারছি।
বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়ুয়ার বিল বদ্ধভূমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, যারা দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা কখনও দেশের মানুষের বন্ধু ছিল না এবং অতীতে হতে পারবে না। আগামী নির্বাচনে দেশপ্রেমিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান।
এই সেই ঝাড়ুয়ার বিল বদ্ধভূমি ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এখানে গণহত্যা চালিয়েছিল পাক হানাদার বাহিনীর সেই অপরাধের দায়ে এ টি এম আজাহারুল ইসলামের উপর চাপিয়ে ৭ কিলোমিটার দূর থেকে দেখা সাক্ষীদের মিথ্যা জবানবন্দির ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল।
বদরগঞ্জ ইউনিয়ন আমির শামসুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা আমির কামারুজ্জামান, নায়েবে আমির শাহ মুহাম্মদ রোস্তম আলিসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। উল্লেখ্য এর আগে এ টি এম আজহারুল ইসলাম ঢাকা থেকে সড়ক পথে বদরগঞ্জের শেখের হাট শিমুলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সকাল ১১টায় জুলাই-আগস্টের শহীদ রেজওয়ানের কবর জিয়ারত করেন।
বিডি প্রতিদিন/এএ