মাঝ আকাশে প্লেনে আগে কখনো যা ঘটেনি, আজকাল যেন তাই ঘটছে! বিভিন্ন কারণে তর্ক-বিতর্ক কম বেশি হয়েই থাকে বাস বা ট্রেনের যাত্রীদের মধ্যে। তবে মাঝ আকাশে প্লেনের মধ্যে ঝগড়া খুব একটা দেখা যায় না। এবার যেন তেমনই ব্যতিক্রম ঘটনা ঘটলো। প্লেনের মধ্যে ঝগড়া গড়িয়েছে একেবারে হাতাহাতি পর্যন্তই!
ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের চেংডুগামী এয়ার এশিয়া এক্সের একটি ফ্লাইটে যাত্রীদের মধ্যে। তীব্র বাকবিতণ্ডা গড়ায় হাতাহাতিতে। গত ২১ জুলাই ঘটনাটি ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল, নিউইয়র্ক পোস্ট এবং গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চস্বরে কথোপকথন করছিলেন দুই নারী যাত্রী কেবিনের আলো নিভিয়ে দেওয়ার পর। এতে বিরক্ত হন অন্য যাত্রীরা। বিশ্রামের চেষ্টা করছিলেন এমন এক পুরুষ যাত্রী তাদের অনুরোধ করেন, যেন তারা নিচুস্বরে কথা বলে। কিন্তু অনুরোধ মানতে অস্বীকৃতি জানালে ওই যাত্রী উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে শুরু হয় তর্ক। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নারী যাত্রীরা পাল্টা প্রতিক্রিয়া জানালে দ্রুত পরিস্থিতি রূপ নেয় হাতাহাতিতে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সবুজ ও সাদা ক্যাপ পরা এক নারী যাত্রী আসনের ওপর উঠে এক পুরুষ যাত্রীকে একের পর এক ঘুষি মারছেন। ওই ব্যক্তি নিজের ট্রে টেবিলের আড়ালে লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। পাশে থাকা কেবিন ক্রুরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী নারীর সঙ্গে তার মাও পুরুষ যাত্রীর ওপর শারীরিক আক্রমণ চালান। পরে কেবিন ক্রুরা হস্তক্ষেপ করে দ্বন্দ্ব থামান। এই ঘটনায় ইতিমধ্যেই চীনা কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। গালফ নিউজ জানায়, ফ্লাইটটি চেংডুতে অবতরণের সময় বিমানবন্দরে যাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত ছিল সিচুয়ান প্রাদেশিক জননিরাপত্তা বিভাগের পুলিশ। তবে ঘটনার জেরে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। যদিও এ ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএম