পেশাদার লিগে পাঁচবার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চেনা রূপেই মাঠে নামবে। পুরোনো খেলোয়াড় ধরে রাখার পাশাপাশি নতুন মৌসুমে নতুন বিদেশি ফুটবলারের দেখা মিলবে। টিম ম্যানেজমেন্ট নাম প্রকাশ না করলেও খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শেষ করেছে বলে জানা যায়। এক্ষেত্রে চ্যালেঞ্জ লিগে মোহামেডানের এমানুয়েল সানডেকে দেখা যাবে। গেল মৌসুমে খেলা কোনো বিদেশিই দলে থাকছেন না। শুধু তাই নয়, নতুন কোচও চূড়ান্ত করেছেন টিম ম্যানেজমেন্ট। গতবার রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা দায়িত্ব পালন করেন। তার প্রশিক্ষণে কিংস চ্যালেঞ্জ কাপ ও লিগ চ্যাম্পিয়ন হয়। তবে পেশাদার লিগে শিরোপা ধরে রাখতে পারেনি। চ্যাম্পিয়ন হলে তারা ছয়বার শিরোপা জিতে ঘরোয়া ফুটবলে আরেকটি ইতিহাস গড়ত তারা। নতুন মৌসুমে সবকটি শিরোপা জেতার লক্ষ্য নিয়ে দল গোছাচ্ছে কিংস। ভ্যালেরিউকে বিদায় জানিয়ে নতুন কোচ নিয়োগও চূড়ান্ত প্রায়। তবে এখন পর্যন্ত নাম প্রকাশ করা হয়নি। জানা গেছে, হাইপ্রোফাইল দুই বিদেশি কোচ কিংসের দায়িত্ব নিতে প্রস্তুত। আজই একজনের নাম চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। চ্যালেঞ্জ কাপ দিয়েই দেশের জনপ্রিয় দলটি নতুন মৌসুম শুরু করবে। তবে তার আগে এফসি চ্যালেঞ্জ লিগে খেলবে কাতারের দোহায়। এবার প্রাক বাছাইয়ে তারা খেলবে সিরিয়ার ক্লাব আল কারমাহোর বিপক্ষে। অভিষেকের পর থেকেই কিংস এশিয়ান ক্লাব কাপের প্রতিটি আসরেই অংশ নিচ্ছে। ঢাকা আবাহনীও চ্যালেঞ্জ লিগে খেলবে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। আসছে ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী শক্তিশালী দল গড়লেও ঢাকা মোহামেডান পিছিয়ে থাকবে না। তাই তিন দলের মধ্যেই শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকার কথা। ব্রাদার্স ইউনিয়ন কী মানের দল গড়ছে তা স্পষ্ট নয়। পিডব্লিউডি এবার প্রথমবার পেশাদার লিগে খেলবে। জায়ান্ট কিলারখ্যাত আরামবাগও ফিরেছে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৬ জুলাই)
- বদলে যাচ্ছে কারাগার
- বাংলাদেশের কাছে হেরে পাকিস্তান দলে ফিরলেন বাবর-রিজওয়ান
- ফের আন্দোলনে নামছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা
- একদিনে তিন গ্রেটকে ছাড়িয়ে রুট, সামনে শুধু টেন্ডুলকার
- বন্দরের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটর দরকার: নৌ পরিবহন উপদেষ্টা
- মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
- সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে : নুর
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জয়দেবপুর রেলস্টেশনে খাবার বিতরণ
- চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু
- রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
- সুনামগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ
- ‘চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির রাজনৈতিক আদর্শ নয়’
- রসিককে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ
- ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণ, পুলিশের দুঃখ প্রকাশ
- 'প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে'
- কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের
- মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩৩
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন
- সাড়ে চার বছরে মোদির বিদেশ সফরে খরচ ৩৬২ কোটি রুপি