শেষ টি-২০ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে পাকিস্তান। অথচ বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ফেবারিট হিসেবে সিরিজ খেলতে নেমেছিল সালমান আগার দল। লিটন দাসের টাইগারদের কাছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে টাইগারদের ব্যাটিং লাইনের ব্যর্থতায় ৭৪ রানে জিতে সিরিজে ব্যবধান কমায় সফরকারীরা। দেশটির সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল শেষ ম্যাচের ফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশ ছেড়ে দেওয়াতে পাকিস্তান জিতেছে, ‘তৃতীয় টি-২০ ম্যাচ পাকিস্তান জিতেছে। যদিও আমার মনে হয় বাংলাদেশই জেতার সুযোগ করে দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে ১১০ রানে আটকে রেখে এবং ১৩৩ করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। অবশ্য ওরা (বাংলাদেশ) মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল, অর্জন করেছি। এখন যারা (একাদশের) বাইরে আছে তাদের সুযোগ দিই।’ হোয়াইটওয়াশের হাতছানির ম্যাচটিতে লিটন বাহিনী পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ সাজায়। প্রথম ব্যাটিংয়ে পাকিস্তান সংগ্রহ করে ৭ উইকেটে ১৭৮ রান। বাজে ব্যাটিংয়ে ১৬.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যান টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ লিটন বাহিনী জিতেছিল ৭ উইকেটে এবং দ্বিতীয়টি জিতেছিল ৮ রানে। উইকেটরক্ষক ব্যাটার কামরানের এমন বিস্ফোরক মন্তব্য করার কারণও রয়েছে।
গত মে-জুনে ঘরের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সদ্য সমাপ্ত সিরিজে সেই সিরিজের ছিটেফোঁটা পারফরম্যান্স দেখা যায়নি সালমান বাহিনীর মাঝে। শেষ ম্যাচে টাইগাররা পাঁচ পরিবর্তন নিয়ে খেলেছে। শুধু তাই নয়, পুরো সিরিজেই একাদশ ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়েছে। টাইগারদের এ পলিসি লজ্জায় ফেলেছে নিজ পাকিস্তানকে, এমনই বলেন কামরান। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে। সেটি পাকিস্তানের সঙ্গে। যে দলটি এক সময়ের বিশ্বচ্যাম্পিয়ন, আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গেও কিন্তু নয়। দেখুন পাকিস্তান দলকে এখন কীভাবে এবং কোন পর্যায়ে ট্রিট করে। লজ্জার কথা শুধু এটুকুই বলব, আর কিছু বলব না।’