লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ক্রিকেটের ইতিহাসে সেঞ্চুরিয়ানদের শীর্ষ পাঁচে চলে আসেন ইংল্যান্ডের জো রুট। ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরিতে রাহুল দ্রাবিড় ও স্টিভ স্মিথকে টপকে যান এ ইংলিশ ব্যাটার। এবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থটিতে নেমে গড়লেন আরেক রেকর্ড। ২৪৮ বলে ১৪ চারে খেলেন ১৫০ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে তার সংগ্রহ এখন ২৮৬ ইনিংসে ১৩ হাজার ৪০৯ রান। এর মধ্য দিয়ে একই দিনে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট। তার উপরে কেবল এখন শচীন টেন্ডুলকার। এ ছাড়া সেঞ্চুরিতে ছুঁয়ে ফেলেছেন চারে থাকা কুমার সাঙ্গাকারাকে (৩৮টি)।
টেস্টে রাহুল দ্রাবিড়ের সংগ্রহ ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান। আর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস ২৮০ ইনিংসে করেন ১৩ হাজার ২৮৯ এবং ২৮৭ ইনিংসে ১৩ হাজার ৩৭৮ রান করেন রিকি পন্টিং। টেস্টের তৃতীয় দিনে ২৮৬ ইনিংসে এ তিনজনকে ছাড়িয়ে গেলেন ২০১২ সালে টেস্ট অভিষিক্ত রুট। তার সামনে কেবল ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১ রান করে শীর্ষে থাকা শচীন টেন্ডুলকার। ভারতকে প্রথম ইনিংসে ৩৫৮ রানে গুটিয়ে ৭ উইকেটে ৫৪৪ রান করে ১৮৬ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। সেখানে রুট ১৭৮ বলে সেঞ্চুরির দেখা পান। ভারতের বিপক্ষে এটি তার ১২তম সেঞ্চুরি। যা দলটির বিপক্ষে কোনো ব্যাটারের সর্বোচ্চ। এ ছাড়া ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন সাবেক এ ইংলিশ অধিনায়ক। এখানে ২০ ইনিংসে এ অর্জন করেছেন রুট। ১৩ ইনিংসে ৮১৮ রান করে এ তালিকায় দুইয়ে আছেন সাবেক ইংলিশ ব্যাটার ডেনিস কম্পটন। ১৮৮৪ সাল থেকে টেস্ট খেলা হয় ওল্ড ট্র্যাফোর্ডে। এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে এই মাঠে ছয় শ রানও নেই আর কারও। এদিকে তার চেয়ে এক সেঞ্চুরি বেশি নিয়ে চারে থাকা কুমার সাঙ্গাকারাকেও ছুঁয়ে ফেলেছেন রুট। ৫১ সেঞ্চুরি নিয়ে শীর্ষে শচীন টেন্ডুলকার। দুইয়ে জ্যাক ক্যালিস (৪৫টি) ও তিনে রিকি পন্টিং (৪১টি)। এর আগে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে লর্ডসে ১৯৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন সাবেক এ ইংলিশ অধিনায়ক।