এ যেন বিনা মেঘে বজ্রপাত। সারা দিন প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সন্ধ্যার পর শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। এরই মধ্যে হঠাৎ বাজ পড়ে খুলনায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার মধ্যরাতে নগরীর নিরালা মোড়ে তামান্না টাওয়ারে এ ঘটনা ঘটে।
ভবনটির নিরাপত্তাপ্রহরী আবদুল আজিজ জানান, বজ্রপাতের সময় বৃষ্টি ছিল না। হঠাৎ ভবনের ওপরের দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। এরপর একপাশের দেওয়ালের ভাঙা ইটের টুকরা সামনের সড়কে ছিটকে পড়ে। এতে চলাচলরত মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খুলনা আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা ওমর চন্দ্র ঢালি জানান, মাঝেমাধ্যে বৃষ্টি শুরু হওয়ার আগেই আকাশে মেঘে মেঘে সংঘর্ষ হয়। এতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে। গতকাল রাত ১০টার পর থেকে আকাশে মেঘ জমতে থাকে। এতেই বজ্রপাতের ঘটনা ঘটে।