৪১ বছরের আইনি লড়াই করে অবশেষে জয়ী হয়েছেন কুষ্টিয়ার বৃদ্ধ হরেন্দ্রনাথ চন্দ্র। তাকে মামলা পরিচালনার খরচ হিসাবে ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের রিভিউ আবেদন খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এই আদেশের ফলে বৃদ্ধ হরেন চন্দ্র নাথকে ২০ লাখ টাকা দিতেই হবে বলে জানিয়েছেন আইনজীবী। আদালতে হরেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।
এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর বৃদ্ধ হরেন চন্দ্র নাথকে মামলা পরিচালনার খরচ হিসাবে ২০ লাখ টাকা দিতে নির্দেশ দেন আপিল বিভাগ। তিন মাসের মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ করে সোনালী ব্যাংক। মামলার নথিপত্র থেকে জানা যায়, কুষ্টিয়ার খোকসার হেলালপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্রনাথ চন্দ্র। জীবনের অর্ধেক সময় ৪০টা বছর কাটিয়েছেন আদালতের বারান্দায়। ৪০ বছর আগে ব্যাংকের ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হরেন্দ্রসহ ৯ জনের বিরুদ্ধে। তবে মামলায় খালাস পেলেও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে মামলাটি জিইয়ে রাখে। এভাবে চার দশক কেটে গেলেও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। সব আইনি প্রক্রিয়া শেষে গতকাল শেষ হয় এই মামলার আইনি লড়াই।