উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ বৃহস্পতিবার। এর প্রভাবে রংপুর বিভাগ ছাড়া সারাদেশে বৃষ্টি বেড়েছে অনেকটাই। সর্বশেষ ২৪ ঘণ্টায় শুধু ফেনীতেই বৃষ্টি হয়েছে ১৬৭ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল শুক্রবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা আরো বাড়তে পারে।
এ প্রবণতা অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে।
দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অতি ভারি বর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কাও রয়েছে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন