ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৫০টি বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৪ শতাধিক শিক্ষকগণ সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাদের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশণের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন শুরু হয়ে দুপুর ১২ পর্যন্ত চলে। এতে ৪ শতাধিক শিক্ষক ও অভিভাবকগণ অংশ নেয়।
মানববন্ধনে ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিক সভাপতিত্ব করেন। ভাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক মো: রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিয়া, সহ সভাপতি আকলিমা আক্তার, উপদেষ্টা মো: জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং ১৭ জুলাই প্রকাশিত পরিপত্র অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। এতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর মানসিক চাপ ও বিরুপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হবে। তাই বৈষম্যমূলক পরিপত্রটি বাতিলের দাবি জানান বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম