রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী মাহাতাব উদ্দিন ভুইয়া (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, মাহাতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।
এদিকে মাহাতাবের মামা আঞ্জুম সিফাত জানান, মাহাতাব মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভুইয়া। বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের বাসায় থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে মাহাতাব ছিল ছোট।
তিনি আরও জানান, ঘটনার দিন সকালে মাহাতাবের মা লিপি বেগম ছেলেকে স্কুলে দিয়ে যায়। এরপর দুপুড়ে বড় বোন নাবিলার কাছে একটি ফোন আসে, জানানো হয় স্কুলে বিমান দুর্ঘটনা ঘটেছে। পরে বার্ন ইনস্টিটিউটে এসে মাহাতাবকে দগ্ধ অবস্থায় দেখতে পায়।
এর আগে গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। আর আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/আরাফাত