কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি হাইস্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান সরকার,সদস্য তানজিনা আলী, জামিনুল ইসলাম, আব্দুল কাদের ও জয়নাল আবেদীন প্রমুখ। বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক আইন বাতিল করে কিন্ডারগার্টের ও বেসকারি উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টির আহ্বায়ক জানানো হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারী শিক্ষকগণ প্রধান উপদেষ্টা বরারব কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম