বাংলাদেশ সফরে ভীষণ চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। টানা দুই ম্যাচে হারার পর টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাবরদের। যদি বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের শেষ ম্যাচেও হেরে যায়, তাহলে পাকিস্তানকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিতে হবে।
দলের এমন খারাপ অবস্থার মধ্যেও মাঠের বাইরে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান আজম খান। এক সময় পাকিস্তান দলে নিয়মিত হলেও এখন তিনি দল থেকে প্রায় ছিটকে গেছেন। সাবেক তারকা ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান এক সময় ওজন নিয়ে ছিলেন আলোচনায়। জাতীয় দলে অভিষেকের আগে তার ওজন ছিল ১৪০ কেজি, যেখান থেকে ৪০ কেজি ওজন ঝরিয়ে ২০২১ সালের ১৬ জুলাই পাকিস্তান দলে অভিষেক ঘটে তার।
বর্তমানে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার নতুন করে আবারো শিরোনামে এসেছেন ওজন কমিয়ে। অতিরিক্ত ওজনের কারণে বহুবার সমালোচিত হওয়া আজম খান গত দুই মাসে ৬৯ কেজি ওজন কমিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ওজন কমানোর পরের ছবি শেয়ার করে চমকে দিয়েছেন সবাইকে।
পাকিস্তানের হয়ে আজম খান খেলেছেন ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১৯০ ম্যাচে ১টি শতক ও ১৬টি অর্ধশতকে করেছেন ৩,৪৮৬ রান। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন। আসন্ন আসরেও তাকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ভক্তরা মনে করছেন, আজম খান হয়তো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন। ফিটনেস নিয়ে সমালোচনার জবাবে তিনি এই চমকপ্রদ পরিবর্তন আনলেন, যা অনেককেই অনুপ্রাণিত করছে।
বিডি প্রতিদিন/নাজিম