ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে হয়তো আর দেখা যাবে না ঋষভ পন্থকে। পায়ের বুড়ো আঙুলে গুরুতর চোট পেয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে হাড়ে চিড়। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। ফলে সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টে তার না খেলা একপ্রকার নিশ্চিত।
বোর্ড সূত্রে জানা গেছে, পন্থের চোট গুরুতর হলেও একান্ত প্রয়োজন হলে ব্যথানাশক দিয়ে অন্তত ব্যাট করানোর চেষ্টা করা হচ্ছে। তবে সেটিও অনিশ্চিত। বর্তমানে পন্থ নিজে হাঁটাচলা করতে পারছেন না, অন্যের কাঁধে ভর নিয়ে চলাফেরা করছেন। এক সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে বলেছেন, 'চিকিৎসকরা ব্যথার ওষুধ দিয়ে ওকে ব্যাট করানোর চেষ্টা করছেন, তবে সম্ভাবনা ক্ষীণ।'
ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ইনিংসের ৭৮তম ওভারে ক্রিস ওকসের এক ইয়র্কার বল পন্থ সুইপ করতে গিয়ে ব্যাটে লাগিয়ে নিজের ডান পায়ের গোড়ালির নিচে মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন। মাঠেই কয়েক মিনিট পড়ে থাকার পর স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়। তখন তার পায়ে ফুলে যাওয়া ও রক্তপাত স্পষ্ট দেখা যাচ্ছিল।
বিডি প্রতিদিন/মুসা