রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় এসেছে ভারতের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার রাত ৯ টায় তারা ঢাকা এসে পৌঁছায়। এই বিশেষজ্ঞ দলে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুইজন অভিজ্ঞ নার্স রয়েছেন। তারা ভারতের নয়াদিল্লীর রাম মনোহর লোহিয়া হাসাপাতাল ও সফদারজং হাসপাতালের চিকিৎসক।
এর আগে, গত মঙ্গলবার দেশটির পররাাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অগ্নিদগ্ধ ব্যক্তিগণের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল ঢাকায় রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসক দলও পৌঁছতে পারে।
বিডি-প্রতিদিন/শআ