শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।
এর আগে রাত ১টা ১৮ মিনিটে দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে বের হন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তার শারীরিক কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন দেখা দেয়ায় হাসপাতালে আনা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না তা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।
বিডি প্রতিদিন/নাজিম