তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এসকিসেহিরের কাছে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে অন্তত ১০ জন বনকর্মী ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পাঁচজন বনকর্মী এবং পাঁচজন উদ্ধারকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছেন তুরস্কের কৃষিমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার।
এর আগে, স্থানীয় সংসদ সদস্য নেবি হাতিপোগলু এবং তুরস্কের সংবাদমাধ্যম বারগুন জানিয়েছিল, এ ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। দাবানলটি শুরু হয় মঙ্গলবার সকাল থেকে, ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী অঞ্চলে। প্রবল তাপমাত্রা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি গ্রাম থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়, এবং বহু বাড়িঘর হুমকির মুখে পড়ে।
সংবাদমাধ্যম বারগুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ দিক পরিবর্তন করে আগুন ছুটে আসায় ২৪ জন কর্মী আগুনে আটকে পড়েন। এর মধ্যে ১০ জন নিহত হন এবং ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত রবিবার থেকে তুরস্কে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ ও এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং ভয়াবহ আকারে ফিরে আসবে।
বিডি-প্রতিদিন/শআ