দিনাজপুরের বিরলে পতিত আওয়ামী লীগের ইউনিয়ন শাখা সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিরল উপজেলার ভান্ডারা ইউপির বুড়ির হাট সুবাজ উদ্দীন পাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
আটক মামনুর রশীদ মামুন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান,
মামনুর রশীদ মামুন একটি মামলার এজাহারনামীয় আসামি এবং ওই মামলায় তিনি বিজ্ঞ আদালত হতে জামিনে আছেন। তবে বিরল থানার অপর একটি মামলায় অজ্ঞাত আসামি হিসাবে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএ