বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর বিছিন্ন দ্বীপ হাতিয়ার সাথে নোয়াখালীসহ দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। নোয়াখালী পৌরসভায় ফের জলাবদ্ধতায় বাড়ছে জনদুর্ভোগ, এদিকে নোয়াখালী আবহাওয়া অফিস ৪১ মিলিমিটার বৃষ্টি নতুন করে রেকর্ড করেছে। টানা ৩ ঘণ্টার বৃষ্টিতে নোয়াখালীর পৌরসভার বিভিন্ন সড়কে দেখা দিয়েছে ফের জলাবদ্ধতা ।
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপরে প্রভাবে বৃহস্পতবিার থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এতে জলাবদ্ধ এলাকাগুলোতে পানি বাড়ার পাশাপাশি নোয়াখালী পৌরসভা, সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ উপজলো বিভিন্ন এলাকাসহ আরও কয়কটি এলাকায় নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এদিকে সাগর উত্তাল থাকায় ও ঝড়ো বাতাসের কারণে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সারাদেশের সাথে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতিয়ার। মাইজদী আবহাওয়া অফিসে গত ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, পানি নিষ্কাশনে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বৃষ্টি না হলে জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।