চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরণের গোজামিল দেখতে পাচ্ছি। দেশে নির্বাচন ঠেকানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে।
বুধবার বিকেলে বোয়ালখালী হুমায়রা কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তার কামাল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াছিন চৌধুরী লিটন বলেন, স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। সে নির্বাচন বিলম্বিত হওয়া মানে ষড়যন্ত্রকারীদের সুযোগ দেয়া। ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে। সমাজের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে।
বোয়ালখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. ইসহাক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার এস এম তারেক, আবদুল করিম, শেখ মনির উদ্দিন, এম কপিল উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম