প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবি জানিয়েছে প্রাইভেট স্কুল এসোসিয়েশন (ওয়ামী)। বুধবার (২৩ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের এ সংগঠনটি।
লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের (ওয়ামীর) ব্যানারে এ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ওয়ামীর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ।
এ সময় তিনি বলেন, ‘সারাদেশে প্রায় ৫০ হাজার প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে লক্ষ্মীপুরে ৪৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। লক্ষ্মীপুরে প্রাইভেট স্কুল থেকে প্রত্যেক বছর প্রায় ৫ হাজার শিক্ষার্থী বিগত সময়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবার হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি বড় ধরণের বৈষম্য। দ্রুত সময়ের মধ্যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় প্রাইভেটের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বৈষম্য দূর করতে হবে।’
ওয়ামীর সহ সভাপতি রেজাউল করিম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি মো. হানিফ, সেক্রেটারী রিয়াজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মো. মহিউদ্দিন ও সেক্রেটারী মিজানুর রহমানসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ