বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক শিক্ষক দম্পতির ছেলে ও চলতি বছরের আলিম পরীক্ষার্থী মাহমুদ সরদার (১৭) দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার মা বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ মাহমুদ সরদার বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাম্মাৎ মাহফুজা এবং মাদ্রাসার শিক্ষক হালিম সরদার দম্পতির ছেলে। সে খানপুরা আলিম মাদ্রাসার শিক্ষার্থী এবং এ বছর আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে মাহমুদ বাড়ি থেকে বের হয় এবং এরপর আর ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই দিনই মাহমুদের মা মাহফুজা বাবুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, ‘নিখোঁজ মাহমুদের সঙ্গে একটি ইলেকট্রনিক ডিভাইস ছিল, যা ঘটনার পর থেকেই বন্ধ পাওয়া যাচ্ছে। এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে পেতে আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিচ্ছি।’
বিডি প্রতিদিন/জামশেদ