সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গত এক সপ্তাহে প্রায় পৌনে ১৪ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৪৮ ও ১৯ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দলের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথরকোয়ারি, বাংলাবাজার ও পান্থুমাই সীমান্ত ফাঁড়ির টহল দল পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, প্রসাধন সামগ্রী, চকলেট, সুপারি, জিরা, বিড়ি, গুঁড়া দুধ, অলিভ অয়েল, সাবান, টায়ার ও গরু জব্দ করে। এছাড়া, বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও শিং মাছও জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা।
এর আগে, ২২ জুলাই ৪৮ বিজিবির অভিযানে ২ কোটি ২৪ লাখ টাকার, ২০ জুলাই ২ কোটি ৬৫ লাখ টাকার এবং ১৮ জুলাই ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া ২২ জুলাই ১৯ বিজিবির অভিযানে জব্দ করা হয় আরও ৩৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য।
সব মিলিয়ে গত এক সপ্তাহে বিজিবির অভিযানে মোট জব্দকৃত পণ্যের বাজারমূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকাগুলোতে এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ