চাকুরী স্থায়ীকরণে দাবি জানিয়ে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি ২৭৬ জন আউটসোর্সিং কর্মচারী সংবাদ সম্মেলন করেছে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড এর আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ। দাবি মানতে তারা ১০ দিন সময় বেঁধে দিয়েছে খনি কর্তৃপক্ষকে। এর মধ্যে স্থায়ী নিয়োগ সম্পন্ন না হলে রাজপথ রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বুধবার বেলা সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান গেটের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হুঁশিয়ারি দেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড এর আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম। সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ কর্মচারীরা খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, কামরুজ্জামান, রবিউল ইসলাম, মেনহাজুল ইসলাম, আলমগীর হোসেন, হেলাল উদ্দিনসহ আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীরা।
বিডি প্রতিদিন/এএ