বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশ ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার কাটাখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক মাদক কারবারিকে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রাামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) ও একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান হোসেন (২২)।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টায় উপজেলার কাটাখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনের দায়ে কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম