কিশোরীকে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষনার সময় দন্ডিত রাসেল শরীফ (৩৫) এজলাসে উপস্থিত ছিলো। তিনি বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন গ্রামের বাসিন্দা আলী শরীফের ছেলে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, ২০১৫ সালের ৭ নভেম্বর শারীরিক প্রতিবন্ধী কিশোরী (১৩) স্কুলের উদ্দেশ্যে বের হয়ে প্রতিবেশি বান্ধবীকে আনতে তার ঘরে যায়। ওই ঘরে পূর্ব থেকে অবস্থান করা রাসেল শরীফ কিশোরীকে জোরপূর্বক ধর্ষন করে। ঘরে এসে বান্ধবীর ভাই বিষয়টি দেখতে পায়। তখন রাসেল পালিয়ে যায়। বিষয়টি পরিবারকে জানালে ছাত্রীর মা বাদী হয়ে মহানগর পুলিশের বন্দর থানায় মামলা করে। বন্দর থানার এসআই সুজিত গোমস্তা একমাত্র রাসেলকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৮ জানুয়ারী আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৮ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।
বেঞ্চ সহকারী আরো জানান, জরিমানার এক লাখ টাকা জমা দিলে কিশোরীকে দেয়ার আদেশ দিয়েছেন বিচারক।
বিডি প্রতিদিন/এএম