শিক্ষক সংকটসহ সাত দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে কয়েক দিন ধরে শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দফা দাবিতে নগরীতে বিক্ষোভ করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল পৃথকভাবে এ কমসূচি পালন করেছে প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল বেলা ১২টায় কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের দাবির কথা তুলে ধরেন এবং দাবি আদায়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে ক্যাম্পাসের আন্দোলন রাজপথে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে ঢাবির অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্রতা নিশ্চিতের দাবিতে গতকাল সকাল ১০টায় নগরীর লঞ্চঘাট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাবির অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন, প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি জানান।