শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। গতকাল বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় দফা জানাজা শেষে ভক্ত, অনুরাগী আর ইসলামি আন্দোলনের সহযোদ্ধাদের শ্রদ্ধা ভালোবাসায় আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। দাফন শেষে উপস্থিত সবাই ব্যারিস্টার আবদুর রাজ্জাকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা এ টি এম মাছুম ও মাওলানা আবদুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সকালে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ বিচারপতি, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেয়।
প্রসঙ্গত, রবিবার রাতে ধানমন্ডি তাকওয়া মসজিদে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের প্রথম জানাজায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশ নেন। এর আগে রবিবার বিকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি ।