চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পানিতে ডুবে মো. আয়ান (৪) ও আহম্মদ (৫) নামের দুই শিশু মারা গেছে। সোমবার (৫ মে) উপজেলার কদমতলি ইউনিয়নের হাজীপাড়া জামে মসজিদের পাশের একটি পুকুরে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আয়ান ওই এলাকার সুবেদার বাড়ির প্রবাসী আবুল বয়ানের সন্তান এবং আহম্মদ একই বাড়ির আরেক প্রবাসী আব্দুল হান্নানের সন্তান।
রাঙ্গুনিয়া থানার ওসি ওমর আলী জানান, শিশু দুটি বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলছিলো। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে তাদের না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে পার্শবর্তী পুকুরে তাদের নিথর দেহ ভেসে উঠে। পরে দুই শিশুকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম