ইয়েমেনের আল-হুদাইদাহ বন্দরে গতরাতে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধবিমান যৌথভাবে ভয়াবহ হামলা চালিয়েছে। বর্বরোচিত এই হামলায় অন্তত দুই জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এই আগ্রাসনের নিন্দা জানিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে।
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রচার বিভাগের উপপ্রধান নাসরুদ্দিন আমের এই হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বলেছেন, আমরা ইসরায়েলের এই বোমাবর্ষণের জবাব দেবো। গাজা উপত্যকার প্রতি সংহতির অংশ হিসেবে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং ঘোষিত নৌ ও আকাশ অবরোধ প্রত্যাহার করা হবে না।
আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেন, গাজা রক্ষায় আমাদের অভিযান আরও তীব্র হবে, যদি এর জন্য মূল্যও দিতে হয়।
ইরানসহ আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী এই হামলাকে ‘একটি নগ্ন আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। তিনি সোমবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলা মানবতা ও আন্তর্জাতিক নীতিমালার ওপর আঘাত।’
লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলন আলাদা বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হিজবুল্লাহ বলেছে, আমরা ইয়েমেনের সাহসী নেতৃত্বকে শ্রদ্ধা জানাই এবং ইয়েমেনি জনগণের পাশে আছি। আমরা সব স্বাধীন জাতি ও রাষ্ট্রকে এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানাই।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল এই হামলার মাধ্যমে তাদের কলঙ্কিত ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চাইছে।’ ইসলামিক জিহাদ আন্দোলন বলেছে, ‘আল-হুদাইদায় হামলা প্রমাণ করে, ইয়েমেনি জনগণের আঘাতে ইসরায়েল জর্জরিত।’ সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শআ